12047

05/03/2025 রাবিতে ফের সাইকেল চুরি

রাবিতে ফের সাইকেল চুরি

রাবি প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২২ ০৬:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একের পর এক চুরির ঘটনা লেগেই রয়েছে। আজ সকালে আবারো আরেকটি সাইকেল চুরি হয়েছে। সব মিলিয়ে চলতি মাসে ক্লাস চলাকালীন সাতটি সাইকেল চুরি হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৪২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নিচ তলা থেকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি জানান, আজ সকালে তার সাইকেলটি চুরি হয়েছে। এসময়ে সে ক্লাসে ছিল। ক্লাস শেষে সাইকেল নিতে আসলে সাইকেলটি নির্দিষ্ট জায়গায় না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর প্রশাসনের সহায়তায় সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় একজন কাঁধে ব্যাগ ঝুলিয়ে এসে সাইকেলের তালা ভেঙে সাইকেলটি নিয়ে যাচ্ছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, চোর ধরার দায়িত্ব থানার পুলিশ প্রশাসনের। আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ভিডিও ও ছবি নিয়ে মতিহার থানায় পাঠিয়েছি। আমরা আজকে সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সাথে বসবো। আমরা সব সময় এটা নিয়ে তৎপর আছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]