12066

05/11/2025 রাজশাহীর পদ্মায় নৌকা ডুবে ২ নারী নিহত

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবে ২ নারী নিহত

রাজটাইমস ডেস্ক

১৫ নভেম্বর ২০২২ ০৮:২৭

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিল।

রাজশাহী নৌ পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, ডুবে যাওয়ার সময়ে আনিয়া ও রাশেদা খড়ের নিচে চাপা পড়ে। তবে অন্যরা সাঁতরে পড়ে উঠে যায়। পরে স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আইনী প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]