12093

04/19/2024 নগরীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নগরীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২২ ০৯:০১

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসা. নূরজাহান বেগম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।
উল্লেখ্য, ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’য় ৬০টি স্টলে সরকারি বিভিন্ন দফতর ও উদ্যোক্তরা অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে তথ্য-প্রযুক্তিবিষয়ক নানা শিক্ষামূলক তথ্যাদি প্রদর্শন করা হচ্ছে। মেলায় সমাপনী অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর বিকেল ৪টায়। এদিন অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]