12138

05/15/2025 জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ

জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৮ নভেম্বর ২০২২ ২১:৪৯

দেশের বাজেট ঘাটতি মোকাবেলায় জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি। খবর মানবজমিনের।

এর আগে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইতো নাওকি। সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জাপান আমাদের ভালো বন্ধু। প্রায় তিন বছর ধরে নাওকি এখানে কাজ করছেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধুও ছিলেন। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তিনি এখন জাপানে যাচ্ছেন। এরপর আবার বাংলাদেশে ফিরে এসে একবারেই চলে যাবেন। জাপানের কাছ থেকে সরকার বাজেট সহায়তা চেয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা চেয়েছি। তারা বিবেচনা করছে।

আশা করছি, এ সহায়তা আমরা পাবো। এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আইএমএফ আগামী বছর বাজেট সহায়তা ছাড় শুরু করবে। তবে আমরা (জাপান) এখনো বাজেট সহায়তা দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে আলোচনা চলছে। আশাকরি, একটা ভালো সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইতো নাওকি বলেন, বাংলাদেশে তিন বছর আমার দারুণ সময় কেটেছে। অনেক মেগা প্রকল্পের সঙ্গে আমরা ছিলাম। এর মধ্যে মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে ডিসেম্বরে। এটি একটি মাইলফলক প্রকল্প। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর সম্প্রসারণসহ আরও বেশকিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মানবজমিনের নিউজের লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]