12143

05/08/2025 জয়পুরহাটে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রাজটাইমস ডেস্ক

১৯ নভেম্বর ২০২২ ০৩:১৪

জয়পুরহাটে এক বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত নেপাল দাস (৩৫), জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। সে ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

জেলার গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিন পাঁচবিবি বিশেষ ক্যাম্পে দায়িত্বরত সদস্য নেপাল দাস গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখেন বিজিবি’র অন্যান্য সদস্যরা। পরে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিপাহী নেপালকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, নেপাল দাসের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। লাশের ডান পিঠ ও হাতে গুলির চিহ্ন পাওয়া গেছে।

এবিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে বিজিবি’র পাহাড়ায় নেপালের মরদেহ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়।

এর বেশী কোন তথ্যই দিতে নারাজ বিজিবি বা পুলিশ প্রশাসন। তার শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ সূত্র।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]