12168

05/09/2024 যুদ্ধবিরতির সম্ভাবনা প্রত্যাখ্যান জেলেনস্কির

যুদ্ধবিরতির সম্ভাবনা প্রত্যাখ্যান জেলেনস্কির

রাজটাইমস ডেস্ক

২০ নভেম্বর ২০২২ ০৮:০৯

রাশিয়ার সঙ্গে ‘সাময়িক যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (১৯ নভেম্বর) হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে। মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে তাগিদ দিচ্ছে। কিন্তু রাশিয়ার সঙ্গে ‘সাময়িক যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনার কোনো ইচ্ছা নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি কিয়েভ-মস্কোর এ সংঘাত অবসানে খোলামেলা আলোচনার পরামর্শ দিয়েছিলেন।

বুধবার (১৬ নভেম্বর) তিনি বলেছিলেন, ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনো প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। ফলে কিয়েভের সৈন্যরা রুশ বাহিনীকে শিগগিরই দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারবে এটা প্রায় অসম্ভব।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]