1220

04/29/2025 পুলিশি বাধার মুখে ধর্ষণবিরোধী যাত্রা

পুলিশি বাধার মুখে ধর্ষণবিরোধী যাত্রা

রাজটাইমস ডেস্ক

৬ অক্টোবর ২০২০ ২১:১৬

পুলিশি বাধার মুখে পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আন্দোলনকারীদের ধর্ষণবিরোধী যাত্রা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন নেতারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

পতাকা হাতে যাত্রাপথে আন্দোলনকারীরা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা সেখানে অবস্থান করে বিক্ষোভ করছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত বাধাপ্রাপ্ত স্থানে আন্দোলন চলছিল বলে জানা গেছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]