10/11/2024 এসএসসিতে ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
রাজটাইমস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ০৯:২৬
সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে শারমিন সুলতানা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর উপজেলার কুশলিয়া এলাকার বাসিন্দা। সে কুশুলিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিল।
সোমবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গলায় ফাঁস দিয়ে শারমিন আত্মহত্যা করেন বলে জানা গেছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর শারমিনের অকৃতকার্য হওয়ার বিষয়টি জানা যায়। এ সংবাদ শুনেই একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলে শারমিন। পরে বিকেলে নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে সে।
এনিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বলেন, পরীক্ষায় ফেল করায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যমুনা নিউজের প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন
#এমএস