12337

04/27/2024 ইসলামী ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ ছাড় বন্ধের নির্দেশ

ইসলামী ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ ছাড় বন্ধের নির্দেশ

রাজটাইমস ডেস্ক

৩০ নভেম্বর ২০২২ ২০:৫২

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ঋণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১১ প্রতিষ্ঠানকে ৯ হাজার ১৩৫ কোটি টাকা ঋণ ছাড় বন্ধ রাখতে বলা হয়েছে। খবর টিবিএসের।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। তিনি বলেন, 'আমাদের একটি টিম ব্যাংকটি পরিদর্শন করে এসব অনিয়মের ব্যাখ্যা চেয়েছে। এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে'।

এদিকে ইসলামী ব্যাংকে বড় ধরনের ঋণ অনিয়মের ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক কর্তৃপক্ষটির মুখপাত্রও কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী ব্যাংকের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি টিম কাজ করবে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইতোমধ্যে তারা দুদিন ইসলামী ব্যাংকে গেছেন। তারা আরও চারদিন সেখানে যাবেন'।

টিবিএসের প্রতিবেদনটির লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]