12475

04/29/2024 দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার: আ স ম আবদুর রব

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার: আ স ম আবদুর রব

রাজটাইমস ডেস্ক

১০ ডিসেম্বর ২০২২ ০১:১২

বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আ স ম আব্দুর রব বলেছেন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। চলমান ধড়পাকড় অব্যাহত থাকলে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত। আমাদের বাধা দিলে আমরাও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো এবং সে লড়াইয়ে জনগণই জিতবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

তিনি বলেন, ‍‍`সুটক্যাসে কাপড়, ওষুধ নিয়ে প্রস্তুত, জেলে যেতে ভয় করি না।‍‍` গণতন্ত্র মঞ্চে এমনই বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আ স ম আব্দুর রব।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ভয়াবহ পথে হাঁটছে সরকার। সত্যিকার অর্থে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার। জনগণ এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেবে। ক্রাকডাউনের মতো পরিস্থিতি করেছে সরকার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের কথা বলা হলেও, সরকার দেশব্যাপী আগুন জ্বালানোর পদক্ষেপ নিয়েছে। নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছে সরকার। সব জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীনরা।

প্রতিবাদ ও প্রতিরোধ করবে জনগণ। রাজপথ শেষ বিকল্প। সরকার সে পথেই হাঁটছে। জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]