12544

05/01/2025 ৮টি পণ্য বাকিতে আমদানির সুযোগ কেন্দ্রীয় ব্যাংকের

৮টি পণ্য বাকিতে আমদানির সুযোগ কেন্দ্রীয় ব্যাংকের

রাজটাইমস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২২ ২১:৩৬

পবিত্র রমজান মাসে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকতে খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক জানায়– ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় ( বা ডেফার্ড পেমেন্ট ব্যবস্থায়) আমদানির সুযোগ দিয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (এফইপিডি) পরিচালক মো. সারোয়ার হোসেন বলেন, 'পর্যাপ্ত সরবরাহ করে রমজান মাসে ব্যবসায়ীরা যেন এসব পণ্যের স্থানীয় বাজারমূল্য সহনীয় রাখতে পারেন, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এ সুবিধা দিয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর ব্যাংক- গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জনের হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তারপরেই বাকিতে আমদানির সাম্প্রতিক পরিপত্রটি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]