12578

04/30/2025 অপহৃত দুই শিশু উদ্ধার : আটক ৪

অপহৃত দুই শিশু উদ্ধার : আটক ৪

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২২ ০৪:১১

রাজশাহীতে অপহৃত হওয়া দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা পুলিশ এই উদ্ধার অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার রাজু ইসলাম (২৬), একই এলাকার মো. শাকিল (২৩) ও মজিবুল ইসলাম (২৬) এবং খিরশিন ফকিরপাড়া গ্রামের মোখলেসুর রহমান (২৬)। এসময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ১২ ও ১৩ বছরের দুই শিশু রাজশাহী শহরে একটি ওরসের মেলায় খেলনা বিক্রি করতে এসেছিল। মেলা শেষে বৃহস্পতিবার দুপুরে তারা ভটভটিতে করে নিজেদের মালামাল নিয়ে বাড়ি ফিরছিল। তখন শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে এক শিশুর মহাজন মনিরুল ইসলাম থানায় এসে অভিযোগ করেন। পরে রাতভর অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]