12608

05/01/2025 আর্জেন্টিনা-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল, ডাক পেয়েছেন ডি মারিয়া

আর্জেন্টিনা-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল, ডাক পেয়েছেন ডি মারিয়া

রাজটাইমস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২২ ০৭:৪৩

কার হাতে উঠবে ৩য় বারের মতো বিশ্বকাপ। সে অপেক্ষার প্রহর শেষ। ফাইনালে মাঠে নামতে এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে দুই দল। আনহেল ডি মারিয়া আবারও ডাক পেয়েছেন আর্জেন্টিনার শুরুর একাদশে।

৩৬ বছরের আক্ষেপ ঘোচাতে আর্জেন্টিনা মাঠে নামছে ৪-৩-৩ ফরমেশনে। যেখানে এমি মার্টিনেজের সামনে থাকছেন মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা। মাঝ মাঠে আছেন ডি পল, ফার্নান্দেজ আর ম্যাক আলিস্টার। আক্রমণভাগে মেসি-আলভারেজের সাথে মাঠে নামবেন আনহেল ডি মারিয়া।

টানা ২য় শিরোপার খোঁজে থাকা ফ্রেঞ্চ একাদশও অনেকটা একই। ৪-৩-৩ ফরমেটে হুগো লরিসকে পোস্টে রেখে রক্ষণে থাকছেন কুন্দে, ভারানে, উপামেকানো আর হার্নান্দেজ। মাঝমাঠ সামলাবেন গ্রিজমান, রাবিওত, শুয়ামেনি। আক্রমণভাবে কিলিয়ান এমবাপ্পের সাথে আছেন ডেম্বেলে আর অলিভিয়ের জিরু।

আর্জেন্টিনার একাদশ (৪-৩-৩): এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, তালিয়াফিকো, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডি মারিয়া, মেসি, আলভারেজ।

ফ্রান্সের একাদশ (৪-২-৩-১): লরিস, কুন্দে, ভারানে, উপামেকানো, হার্নান্দেজ, শুয়ামেনি, রাবিওত, ডেম্বেলে, গ্রিজমান, এমবাপ্পে, জিরু।

#এমএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]