12620

05/03/2024 ইতিহাসের সেরা বিশ্বকাপে আয়ের রেকর্ড ফিফার

ইতিহাসের সেরা বিশ্বকাপে আয়ের রেকর্ড ফিফার

রাজটাইমস ডেস্ক: 

২০ ডিসেম্বর ২০২২ ০৯:৫৬

অবশেষে পর্দা নামলো কাতার বিশ্বকাপের। লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে আর্জেন্টিনাও কাতারের মঞ্চে জিতে নিয়েছে বিশ্বকাপের শিরোপা।

প্রায় এক মাসের এই মহাযুদ্ধের শেষে কাতার বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এটাই ইতিহাসের সেরা বিশ্বকাপের আসর।’

এবার কাতারের বিশ্বকাপ ম্যাচের দিক থেকেই কেবল ইতিহাসের সেরা নয় আয়ের দিক থেকেও গড়েছে রেকর্ড। মধ্যপ্রাচ্যের দেশ থেকে ফিফা সাড়ে সাত বিলিয়ন ইউএস ডলার আয় করেছে বলে জানিয়েছেন ফিফার সভাপতি। অথচ কাতার বিশ্বকাপের আগে এরচেয়েও কম আয়ের আশা করেছিল ফিফা।

বিশ্বকাপের আসর শুরু হওয়ার আগে কাতার থেকে ফিফা ধারণা করেছিল ৫ বিলিয়ন ডলারের মতো আয় করতে পারে। অথচ শেষ পর্যন্ত সাড়ে সাত বিলিয়ন ডলার আয় করেছে। যা ধারণার চেয়েও ১ বিলিয়ন ডলারেরও বেশি। কাতারের বিশ্বকাপে এত আয়ের পর পরবর্তী চার বছরে আরও বেশি লক্ষ্য নির্ধারণ করেছে।

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বিশ্বকাপ থেকে মোট ১১ বিলিয়ন ডলার আয় করার পরিকল্পনা ফিফার। এদিকে এবারের কাতার বিশ্বকাপের চার বছরের চক্রে সাড়ে ৭ বিলিয়ন ডলার আয় নিয়ে ইনফান্তিনো বলেন,

‘ফিফা ঘোষণা করছে যে, কাতার বিশ্বকাপের চার বছরের চক্রে সাড়ে ৭ বিলিয়ন ডলার আয় করেছে। যা আমাদের ধারণার চেয়েও ১ বিলিয়ন ডলার বেশি। ফিফার লক্ষ্য এখনও সামনের চার বছরের চক্রে বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]