12654

09/14/2025 ১৪ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৪ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২২ ০৬:৪৮

শীতকালীন ছুটি উপলক্ষে ১৪ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, ১লা জানুয়ারি থেকে ১৪ দিন শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

উল্লেখ্য, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে ১৬ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সে জন্য ৩০ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]