12671

05/02/2024 অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার : তথ্যমন্ত্রী

অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার : তথ্যমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২২ ০৭:২০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার চায় দেশে ২০১৪ বা ১৮ সালের মতো নির্বাচন না হোক।

অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। কিন্তু বিএনপির নির্বাচন করতে ভয় পাচ্ছে। তাদের এই ভীতি দূর করার দায়িত্ব সরকারের না।

সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকার কারণে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে ভীতি তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল। আমরা ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই সরকারের বড় চ্যালেঞ্জ। আমার বিশ্বাস, সরকার তা শক্তভাবেই মোকাবিলা করতে পারবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]