12678

05/14/2024 দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত-রাশিয়ার লেনদেন হবে রুপি ও রুবলে

দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত-রাশিয়ার লেনদেন হবে রুপি ও রুবলে

রাজটাইমস ডেস্ক: 

২৭ ডিসেম্বর ২০২২ ২১:২৫

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে লেনদেনে ডলার ও ইউরোর ব্যবহার পুরোপুরি ছেঁটে ফেলতে চাইছে ভারতও রাশিয়া। উল্টো তাদের সমস্ত বাণিজ্যিক লেনদেনই ভারতীয় মুদ্রা টাকা ও রাশিয়ার মুদ্রা রুবেলে হবে।

এ বিষয়ে দু'পক্ষের কথাবার্তা চলছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইন্ডিয়া ডিভিশন'-এর প্রধান জামির কাবুলভ। রাশিয়ার সরকারি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দু'পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তা হল, দু'দেশের বাণিজ্যিক লেনদেনের মধ্যে যে অসাম্য রয়েছে, তা দূর করা।

কারণ, ভারত বর্তমানে রাশিয়ায় যে পরিমাণ রফতানি করে, তার থেকে ৫ গুণ বেশি পরিমাণ আমদানি করে। ফলে টাকা-রুবেলে লেনদেন হলে আগে এই সমীকারণে সমতা আসা দরকার বলে মনে করেন রাশিয়ান সরকারের শীর্ষ স্তরের ওই কর্তা। সে কারণে ভারত সে দেশে নিজেদের রফতানির পরিমাণ বাড়াতে চাইছে। বিশেষত সেই সমস্ত পণ্য বা পরিষেবার, যার মস্কোয় চাহিদা রয়েছে।

এই বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সরকারের সঙ্গে আলোচনা ও করেছেন বলে প্রশাসনিক সূত্রের খবর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]