12693

05/06/2024 নিত্যপণ্য আমদানিতে ভারতের কাছে কোটা চেয়েছে বাংলাদেশ

নিত্যপণ্য আমদানিতে ভারতের কাছে কোটা চেয়েছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২২ ১৩:২৩

ভারত থেকে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলো আমদানিতে কোটা সুবিধা দেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ভারত। এই কোটা সুবিধা পেলে ভারত যখন-তখন পণ্য রপ্তানি বন্ধ করে দিতে পারবে না।

সম্প্রতি ভারত সফর বিষয়ে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই তথ্য জানান। গতকাল সচিবালয়ে এই ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক-অশুল্ক সমস্যা কাটিয়ে বাণিজ্য সহজ করাসহ ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতকে।

বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) গঠনের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। করোনার কারণে বন্ধ থাকা বর্ডার হাট শিগগিরই চালু করা হবে বলে বৈঠকে দুই দেশের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]