12706

05/15/2024 রকেট গতিতে করোনা ছড়াচ্ছে চীনে

রকেট গতিতে করোনা ছড়াচ্ছে চীনে

রাজ টাইমস ডেস্ক :

২৯ ডিসেম্বর ২০২২ ০৩:৫৬

চীনে দুই সপ্তাহ আগে 'জিরো কোভিড নীতি' তুলে নেওয়ার পর রেকর্ড হারে বেড়েছ করোনা সংক্রমণ। কয়েক দিন আগে ঝেজিয়াং প্রদেশের এক কর্মকর্তা সংবাদ ম্মেলনে জানান, সাড়ে ৬ কোটি মানুষের এই শহরটিতে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

চীনের কিংদাও শহরে এক কোটি মানুষের বাস। আর এই শহরে দিনে আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৫ লাখে। শানজি প্রদেশের ইউলিন শহরে করোনায় দিনে দড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। অথচ শহরটির মোট বাসিন্দা মাত্র ৩৬ লাখ।

এদিকে চীনের বিভিন্ন শহরে করোনায় আক্রান্তের এ সংখ্যার সঙ্গে জাতীয়ভাবে প্রকাশিত তথ্যের কোনো মিল নেই। গত শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, দেশটিতে ওই দিন করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার মানুষ। যে সংখ্যা বিভিন্ন শহরে আক্রান্তের সংখ্যার তুলনায় খুবই কম। এমন দাবি দ্য নিউইয়র্ক টাইমসের।

এদিকে চীন সরকারের দেওয়া তথ্যমতে, গত দুই দশকে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মাত্র সাতজন।

প্রসঙ্গত, গত রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনার তথ্য সরবরাহ না করার ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, চীনের সিডিসি এ তথ্য সরবরাহ করবে। তবে সপ্তাহে কতবার তারা এ তথ্য সরবরাহ করবে, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]