04/30/2025 শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ চলছে
রাজটাইমস ডেস্ক
১০ অক্টোবর ২০২০ ০১:০৯
দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মহাসমাবেশ চলছে।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে থেকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে চলছে মহাসমাবেশ।
দেশের প্রতিটি জেলা বাম সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ জড়ো হয়েছেন। এতে করে জাদুঘরের সামনের রাস্তা জনাকীর্ণ হয়ে ওঠে।
শ্লোগানে শ্লোগানে মুখরিত পুরো শাহবাগ এলাকা। মহাসমাবেশে আসা প্রত্যেকে ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, প্রতিকৃতি নিয়ে এসেছেন। তারা প্রত্যেকে দেশে সংঘটিত হওয়া বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন।
এ সময় বিচারের দাবিতে আসা বিক্ষুব্ধদের মুখে ছিল ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের আস্তানায়, আগুন জ্বালো আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’, ‘লাঠির বারি মারবি, সামলাতে পারবি না’, ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি নানা শ্লোগান।
কর্মসূচীর শুরুতে প্রতিবাদীরা শাহবাগে প্রতিবাদী গান, আবৃত্তি এবং নাটক পরিবেশন করে। গানের তালে ও স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ ও আশপাশের এলাকা। জোর দাবি ওঠে ধর্ষণের বিচারের। খবর-বাংলাদেশ প্রতিদিন।