12712

04/29/2024 সাত বছর পর টাইগারদের বিপক্ষে খেলতে আসছে ইংল্যান্ড

সাত বছর পর টাইগারদের বিপক্ষে খেলতে আসছে ইংল্যান্ড

রাজ টাইমস ডেস্ক :

২৯ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫

নতুন বছরের শুরু থেকেই ব্যস্ততা শুরু হয়ে যাবে বাংলাদেশ দলের। কারণ নবম বিপিএল আসর শুরু জানুয়ারির ৬ তারিখ থেকে, যা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এর পরপরই দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। দুই দলের এই সিরিজ শুরু হবে মার্চ মাসের শুরু থেকে।

গতকাল মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়েছে। সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই ভেন্যুতে। আগামী ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এর আগে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংলিশরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ঢাকায় হলেও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে।

এছাড়া ওয়ানডে সিরিজের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। আগামী ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এরপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয় পায় ইংল্যান্ড, এছাড়া দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি :

১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

৯ মার্চ, প্রথম টি-২০, চট্টগ্রাম

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]