12723

05/14/2024 ইউক্রেনে একসঙ্গে ১২০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া

ইউক্রেনে একসঙ্গে ১২০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া

রাজটাইমস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২২ ০৪:০৮

ইউক্রেনজুড়ে ১২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ও যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এ খবর দিয়েছেন। বিবিসি।

পোডোলিয়াক বলেন, সাধারণ নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

কিয়েভ, জিতোমির, ওডেসা, লিভিভ এবং ঝিটোমির শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে নিপ্রো ও ওদেসা অঞ্চল।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া ‘বিভিন্ন দিক থেকে আকাশ ও সমুদ্র ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে’ হামলা চালাচ্ছে। হামলায় ইরানের দেওয়া বেশ কয়েকটি কামিকাজে ড্রোনও ব্যবহার করেছে রাশিয়া।

ইউক্রেনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ।

রয়টার্স বলছে, বুধবার খেরসনের একটি মাতৃসদনেও নিষ্ঠুর হামলা করেছে রাশিয়া। যদিও এতে কেউ হতাহত হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ১০ মাস পেরিয়েছে এ সংঘাত। তবে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না। কয়েক দিন আগে ইউক্রেনের কাছ থেকে গণভোটের মাধ্যমে দখল করে নেওয়া রাশিয়ার দোনেৎস্কে আঘাত করেছে ইউক্রেন। এবার ইউক্রেনে নতুন করে আঘাত হেনেছে পুতিনের সেনা দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]