05/13/2025 আজকের এক্সক্লুসিভ খবর
রাজটাইমস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২ ২১:৩৪
১. ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন
ক্রমান্বয়ে অবমূল্যায়নের পথে টাকার মূল্য। বৈদেশিক মুদ্রার সংকটে চলতি বছর ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। ফলে কমেছে টাকার মান। খবর যুগান্তর।
২. স্বরুপে ফিরল শীত
সারাদেশে ক্রমে ঘনীভূত হচ্ছে শীত প্রকোপ। ধীরে ধীরে নিজের স্বরুপে ফিরছে শীত। কনকনে শীতে যবুথবু অবস্থা জনজীবনের। শীত থেকে মানুষের চলাফেরায় ভারী কাপড় দেখা গেছে। যুগান্তরের প্রতিবেদন।
৩. মন্থর গতিতে এগোচ্ছে ‘গেম চেঞ্জার’ কোল্ড স্টোরেজ তৈরির পরিকল্পনা
দেশের অন্যতম আমদানিনির্ভর একটি পণ্য হল পেঁয়াজ। আমদানি বন্ধ হলেই পেঁয়াজকে ঘিরে তৈরী হয় অরাজকতা। ২০১৯ সালে ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর নজিরবিহীন মূল্যবৃদ্ধির আশঙ্কায় বিশৃঙ্খলা দেখা দেয় বাংলাদেশের ভোক্তাদের মধ্যে। শুধু তা-ই নয়, এর প্রভাবে সার্বিকভাবে পণ্যবাজারও অস্থির হয়ে ওঠে। পেঁয়াজের দাম ৫০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। খবর টিবিএসের।
৪. ফুটবল মহাকাব্যের স্রষ্টা যিনি
পায়ের জাদুর নিখুঁত শিল্পে তিনি তৈরী করেছেন ইতিহাস, তৈরী করেছেন মহাকাব্য। তিনিই ফুটবল আর ফুটবলই তিনি। সাবেক ইংলিশ ফুটবলার ববি চার্লটন বলেছিলেন, 'ফুটবল খেলার আবিষ্কারই হয়েছে তার জন্য।'
৫. উদ্বেগ আর উৎকন্ঠায় পার হল বিদায়ী বছর
উদ্বেগ আর উৎকন্ঠায় পার হল বিদায়ী বছর। বছর জুড়ে ছিল অর্থনীতিতে বিপর্যস্ত অবস্থা। বিদায়ী ২০২২ সালের প্রথম কার্যদিবসে আন্তঃব্যাংক ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। গত ২৮ ডিসেম্বর বছরের শেষ কার্যদিবসে তা ১০৭ টাকা পর্যন্তও উঠেছে। খবর বণিক বার্তার।