12788

05/15/2024 কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১০

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১০

রাজ টাইমস ডেস্ক :

২ জানুয়ারী ২০২৩ ০৮:০২

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক বিমানবন্দরে রোববার শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খামা প্রেস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর জানান, রোববার স্থানীয় সময় ভোরে সামরিক স্থাপনাটির প্রবেশপথে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাবাহিনীর বিমানবন্দরটি রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ মিটার দূরে অবস্থিত। এর কাছে রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ও। গত অক্টোবরে একই স্থানে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হন।

স্থানীয়রা জানান, রোবাবার ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। বিস্ফোরণের পর ঘটনাস্থলটিকে নিরাপত্তাবাহিনী ঘিরে রেখেছে বলে জানা গেছে। এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

২০২১ সালের আগস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর দেশটিতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েকটির দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]