12818

10/11/2024 শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসবে মুখরিত রাবি ক্যাম্পাস

শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসবে মুখরিত রাবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিনিধি

৪ জানুয়ারী ২০২৩ ০৩:২৬

দিনটি ছিলো ৩১ ডিসেম্বর শনিবার। ২০২২ সালের শেষ দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতকালীন ছুটি থাকলেও উৎসবে রমরমা ছিলো ডক্টর মুহাম্ম শহীদুল্লাহ একাডেমিক ভবন চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের এবিএম হোসেন গ্যালারিতে ‘শব্দকলা আন্তর্জাতিক লেখক উৎসব’ এর জাকজমকপূর্ণ আয়োজন ছিলো। বিকেল ৩টা থেকে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যালবাম সম্পাদক ও সত্তর দশকের অন্যতম কবি মনজু রহমান। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন কথাশিল্পী দেওয়ান শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজচিন্তক প্রফেসর ড. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইতিহাসচিন্তক প্রফেসর ড. মঞ্জুর কাদির, প্রফেসর ডাক্তার সুকুমার মাইতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শব্দকলা সম্পাদক ও রাবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

এবারের উৎসবের শ্লোগান ছিলো ‘নান্দনিকতার বাগানে মূল্যবোধের ফুল’। বক্তাগণ বলেন, বিশ্বায়নের প্রভাবে বাংলাভাষা চর্চার যেমন অবারিত সুযোগ তৈরি হয়েছে তেমনি নানামুখি সংকটের মুখোমুখি হবার ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেইসাথে মানবিক মূল্যবোধ তৈরি ও ক্ষয়িষ্ণুতার ক্ষেত্রেও বিশ্বায়নের এ প্রভাব অত্যন্ত প্রবল। তাই সমাজসচেতন নাগরিক হিসেবে বাংলাভাষাভাষি প্রত্যেক লেখককে দায়বদ্ধতা কাঁধে নিয়ে বিশ্বাসের কোমল পরশে নান্দনিক সাহিত্যসৃষ্টির মাধ্যমে মনোমুগ্ধকর শব্দবাগান তৈরি করতে করতে হবে। সেখানে ফুটাতে হবে মূল্যবোধের সুবাসিত ফুল। এ জন্য প্রত্যেক লেখককে নিষ্ঠার সাথে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আত্মনিয়োজিত থাকতে হবে।

বাংলা লিটারেচার সম্পাদক কবি সায়ীদ আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখা পাঠ শুরু হয়। এ পর্বে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় শতাধিক লেখকের মধ্যে অনেকেই তাদের স্বরচিত লেখা পাঠ করেন। বিশেষত পশ্চিমবঙ্গের কবি পিনাকী বসু, মোমিনুল ইসলাম, সুকেশ কুমার মন্ডল, বিকাশ যশ লেখাপাঠ ও আলোচনা রাখেন। বাংলাদেশের কবিগণের মধ্যে মুহাম্মদ শরীফউদ্দীন, শিরিন শরীফ, এরফান আলী এনাফ, জামাল দ্বীন সুমন, সাবের রাহী, ড. রুমী শাইলা শারমিন, ড. মুর্শিদা খানম, সোহেল মাহবুব, ফারহানা শরমিন জেনী, মঞ্জিলা শরীফ, শেখ তৈমুর আলম, শোয়েব আলী, এস কে মহসীন আলী, মনির বেলাল, সরদার মুক্তার আলী, আবদুর রাজ্জাক রিপন, বিলকিস নাসরিন বীনা, সালেকুর রহমান সম্রাট, ইমরান আজিম, মুজাহিদ ফয়সাল, সজীব মেহেদী, নিলীমা নীল, শ্রাবন্তী মায়া, জায়িদ হাসান জোহা, সেলিনা সাথী, সুলতান মাহমুদ রুপোশ, আবদুল্লাহ রিফাত, আফিয়া মুশশিরা কিন্নরী, মাহদীয়া প্রার্থনা প্রমুখ। শিল্পী নাশিত আখন্দ, অর্চনা মাইতি, মাহদীয়া প্রার্থনাসহ ভারত-বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এ পর্বটি পরিচালনা করেন শব্দকলা সম্পাদক ড. মাহফুজুর রহমান আখন্দ।

সমাপনী পর্বে সভাপতি ছিলেন প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব মুহাম্মদ শরীফউদ্দীন, নতুন একমাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি বিকাশ যশ, কবি আলমগীর কবির হৃদয় প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]