12990

04/19/2024 এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

রাজটাইমস ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৩ ১৭:২৯

আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পক্ষ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ড. শিরীন শারমিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘তার সঙ্গে সাক্ষাৎ করতে চান সিইসি। এজন্য সময় নির্ধারণে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে ইসি সচিবালয়। চলতি সপ্তাহেই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সিইসির সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত তফসিল নিয়ে আলোচনা হবে বলে জানান স্পিকার। তিনি বলেন, ‘যেদিন ভোটের তারিখ ঘোষণা হবে ওইদিন একটি বৈঠকের জন্য সময় ঠিক করা হবে। ওই বৈঠকে নির্বাচনী কর্তা সভাপতিত্ব করবেন। যদি রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন তাহলেই কেবল ওই বৈঠকের প্রয়োজন পড়বে। একক প্রার্থী হলে সেটির প্রয়োজন হবে না। আইন অনুযায়ী একক বিজয়ী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আইনের বাধ্যবাধকতার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে।’

জাহাঙ্গীর আলম আরো জানান, ২০০৪ সালের আইনে সংরক্ষিত মহিলা আসন ছিল ৪৫টি। পরবর্তী সময় ৫০টিতে উন্নীত করা হলেও আইনে সেটা সংশোধন করা হয়নি। এটি সংবিধানের তফসিলে সংশোধন ছিল। এটাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে নারী আসনে সংসদ সদস্য প্রার্থীর জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

সচিব জানান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে যাবে মন্ত্রিসভায়। এরপর সংসদে গিয়ে সেটি পাস হবে। তবে আইনটি পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]