1300

05/02/2025 পুঠিয়ায় সর্প দংশনে গৃহবধূর মৃত্যু

পুঠিয়ায় সর্প দংশনে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া

১২ অক্টোবর ২০২০ ০৩:১০

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় খড়িরঘরে সর্প দংশনে কামরুনাহার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই গৃহবধূ রান্নার জন্য খড়ি আনতে যান। সে সময় খড়ির মধ্যে থেকে তাকে সর্প দংশন করে। পরে পরিবারের লোকজন তাকে রামেক হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে রোববার সন্ধ্যায় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

কাফি/০৩

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com