13004

04/25/2024 ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

রাজ টাইমস ডেস্ক :

২৬ জানুয়ারী ২০২৩ ০৮:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একজনকে স্থায়ী বহিষ্কার এবং বাকি ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণ ও অ্যালকোহল গ্রহণের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

জানা গেছে, স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীর নাম জীম নাজমুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন। মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]