13016

05/06/2024 আ.লীগের জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ

আ.লীগের জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারী ২০২৩ ০০:০৭

রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। রোববার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর জনসভা শুরুর কথা রয়েছে। কিন্তু রোববার সকাল থেকেই রাজশাহী ও বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

এদিকে সকাল সাড়ে ১১টার পর মাঠের দিকে আসা নেতাকর্মীরা আর মাঠের ভেতরে ঠুকতে পারেননি। ফলে জনস্রোত ছড়িয়ে পড়েছে জনসভাস্থলের আশেপাশের সড়কগুলিতে। একদিকে জনস্রোত গিয়ে ঠেকেছে সিএন্ডবি মোড় থেকে ঘোষপাড়ার মোড়, পাঠানপাড়া, এমনকী সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনসভার পরিসর।

বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশের বাউল শিল্পী শফি মন্ডল মঞ্চে সংগীত পরিবেশ শুরু করে। এতে সাথে সাথেই নেতাকর্মীর উচ্ছ্বাসিত হয়ে পড়ে । গান-বাজনার তালে তালে নেতাকর্মীর নেচে গেয়ে উৎসবে মেতে উঠে। বাউল শিল্পী শফি মন্ডল জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমান, দেশরত্ন শেখ হাসিনা ও সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে গান গাইছেন। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করছেন।

এদিকে সকাল ৯টায় জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ উন্মুক্ত করা হয়। এর ২ ঘণ্টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে রাজশাহীর বাইরের জেলাগুলি থেকে আসা নেতাকর্মীরা মাঠের ভেতরে প্রবেশের সুযোগ পাননি। শেষ অবধি তারা মাঠের বাইরের বিভিন্ন কোণে ঠাঁই বসে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দিকে জনস্রোত ধাবিত হচ্ছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]