13090

05/13/2025 ‘আদানি’কে কয়লার দাম কমাতে বলেছে বাংলাদেশ

‘আদানি’কে কয়লার দাম কমাতে বলেছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৭

বিদ্যুৎ ক্রয় চুক্তির অধীনে কয়লার আমদানি মূল্য কমাতে আলোচনার জন্য আদানি পাওয়ার লিমিটেডকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রয়টার্সকে এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, এখন যেহেতু আমরা অন্যান্য কয়লা প্ল্যান্টের দামে ছাড় পাচ্ছি, যেমন পায়রা পাওয়ার প্ল্যান্ট, আমরা আদানির সাথেও আলোচনার জন্য দরজা খুলতে চাই।

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তাদের একটি চিঠি পাঠিয়েছি।

বিষয়টি নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বিপাকে পড়া আদানি গোষ্ঠীকে তাপবিদ্যুৎ প্রকল্পের কয়লার দাম কমানোর কথা বলে শেখ হাসিনার সরকার বুঝিয়ে দিল, করপোরেট সংস্থার মতোই দ্রুত সাহসী আর্থিক পদক্ষেপ করতে তারা সক্ষম।

২০১৭ সালের নভেম্বরে আদানি গ্রুপের পাওয়ার সংস্থার সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিপি)। সেই অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডার প্রায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লানির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ পাওয়ার কথা বাংলাদেশের। মুর্শিদাবাদ সীমান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ায় পৌঁছবে সেই বিদ্যুৎ। চলতি বছরের মার্চ মাস থেকেই সরবরাহ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ঝামেলা শুরু হয় কয়লার দাম নিয়ে। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য বাংলাদেশ যে দরে কয়লা ক্রয় করেছে, আদানির কারখানায় টন প্রতি কয়লার দর প্রায় ১০০ ডলার (৮ হাজার ২২৩ টাকা) বেশি পড়ছে। ফলে বেড়ে যাবে বিদ্যুতের দাম।

এই পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ জানিয়েছেন, ‘নিউক্যাসেল সূচক’ অনুসরণ করে আমদানি করা কয়লার দাম নির্ধারণের জন্য আদানি গোষ্ঠীর কাছে বার্তা দিয়েছেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]