13097

05/18/2024 পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের প্রয়াণ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের প্রয়াণ

রাজটাইমস ডেস্ক

৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০১

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে দুবাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৭৯ বছর। খবর ডন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে বিরল অ্যামাইলয়েডোসিস রোগে ভুগছিলেন।

এর আগে গত জুনে তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন পারভেজ মোশাররফ। ২০১৮ সালে তার অসুস্থতার খবর প্রথমবার প্রকাশ্যে আনে অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) ।

১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ।

২০০৮ সালে অভিশংসন এড়াতে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। পরের নির্বাচনে তার ভরাডুবি হয়। এরপর একাধিক অভিযোগ ‍উঠে তার বিরুদ্ধে। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন। ২০১৬ সাল থেকে দুবাইয়ে বসবাস করছিলেন পারভেজ মোশাররফ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]