13109

05/19/2024 প্রতি ১০ মিনিটে একটি লাশ উদ্ধার

প্রতি ১০ মিনিটে একটি লাশ উদ্ধার

ডেস্ক নিউজ

৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২৪

সিরিয়ার ধ্বংসস্তূপ থেকে প্রতি ১০ মিনিটে একটি করে মৃতদেহ উদ্ধার হচ্ছে। ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চল হারেম থেকে আল জাজিরার সাংবাদিক সুহাইব আল খালাফ এ খবর জানাচ্ছিলেন।

তিনি বলছিলেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন। তারা একটি শিশুকে উদ্ধার করেই আনন্দ করতে থাকেন। তাদের বিশ্বাস শিশুটি বেঁচে আছে। ফলে তাকে নিয়ে দ্রুত তারা ছুটে যান হাসপাতালে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন সিরিয়ার গৃহযুদ্ধের কারণে সেখানকার স্থানীয় মেডিকেল সুবিধা প্রায় শেষ হয়ে গেছে। তার মধ্যে আহতদের নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। যেসব হাসপাতাল আছে তার কোনো বেড খালি নেই। এমনকি করিডোর ভরে গেছে রোগিতে। রক্ত সরবরাহে দেখা দিয়েছে সংকট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]