13113

04/30/2025 পৌরকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ

পৌরকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ

রাজ টাইমস

৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৮

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পে বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ করে পৌরকর গ্রহণ করা হচ্ছে।

সোমবার রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পে বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ করে পৌরকর গ্রহণ করা হচ্ছে। সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করে পৌরকর পরিশোধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

সম্মানিত ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানগরীর বিভিন্ন মার্কেটের সামনে ক্যাম্প স্থাপন করিয়া ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যাক্রম পরিচালিত হচ্ছে। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]