05/14/2025 নির্বাচন সুষ্ঠু করতে যা করার তাই করবো: সাহাবুদ্দিন
রাজ টাইমস ডেস্ক :
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৪
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নব নির্বাচিত মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমার যা করণীয় রাষ্ট্রপতি হিসেবে আমি তাই করবো।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজে বাসায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নতুন রাষ্ট্রপতি বলেন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেটা শুধু আমার একার নয়, শুধু সরকারের নয়, সারা বিশ্ব এবং জনগণের কামনা। যত ছোট দল-জোট হোক, তাদের স্বার্থেই নির্বাচনে আসা উচিত।
তবে মো. সাহাবুদ্দিন জানান, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়েছে। সুতরাং তা নিয়ে আলোচনা করার সুযোগ নেই।
একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলো আমার সামনে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, কোথাও নিজের ক্ষমতা প্রয়োগ করার প্রয়োজন হলে আমি তাই করব। সেটা সরকারি বা বিরোধী দল যে কারও বিপক্ষেই যাক তাতে আমি পিছপা হব না।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এবং মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।