13406

05/13/2025 একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে ঢাকা মেডিকেলে

একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে ঢাকা মেডিকেলে

রাজ টাইমস ডেস্ক :

৮ মার্চ ২০২৩ ০৮:৪৩

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা। সবশেষ খবরে ১৬ জনের মৃত্যুর কথা জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

ঢামেক কর্তৃপক্ষ সর্বশেষ ১০০ জনের কথা জানালেও বর্তমান সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। একের পর এক অ্যাম্বুলেন্সের প্রবেশ ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢামেকের পরিবেশ।

অ্যাম্বুলেন্স থেকে একের পর এক আহত ও পোড়া রোগীদের নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হচ্ছে। আবার অনেক রোগীকে তাৎক্ষণিক রাজধানীর অন্যান্য হাসপাতালে স্থানান্তর করতেও দেখা যাচ্ছে। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে আহতদের চিকিৎসায় প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে বলে জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বিকেল পাঁচটার কিছু আগে হঠাৎ সড়ক সংলগ্ন একটি ভবন থেকে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভয়ে মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরিত এলাকা থেকে অনেক মানুষকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। যাদের হাসপাতালে নেওয়া হচ্ছে তাদের অনেককে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। অনেককে জ্ঞান হারানোর মতো অবস্থাও দেখা যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]