13407

05/13/2025 রাজধানীর টিসিবির গোডাউনে আগুন

রাজধানীর টিসিবির গোডাউনে আগুন

রাজটাইমস ডেস্ক

৮ মার্চ ২০২৩ ১৩:১১

রাজধানীর টিসিবির গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার মধ্যরাতে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, রাত ১২টার দিকে (১১টা ৫৪ মিনিটে) তারা আগুন লাগার খবর পেয়েছে।

রাত ১২টা ৩মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও দুই ইউনিট এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

রাত সাড়ে ১২টার আগে তেজগাঁও টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]