13414

05/03/2025 রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

রাজটাইমস ডেস্ক

৯ মার্চ ২০২৩ ০১:৩১

রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে রাজশাহীতে কর্মরত স্বেচ্ছাসেবি সংগঠনগুলোর উদ্যোগে নগরীরর আলুপট্টি মোড় থেকে র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথ সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘প্রাযুক্তিক উৎকর্ষের সাথে সাথে নারী নির্যাতনে প্রাযুক্তিক ব্যবহার বেড়েছে। এই ধরনের নির্যাতন রোধে প্রাযুক্তিক লড়াই জরুরি। ক্লারা জেটকিনের আহ্বানে নারী মুক্তির যে লড়াই তার ঝান্ডা এক সময় বেগম রোকেয়া ধরে নারী উন্নয়নে অবদান রেখেছেন। এখনও অনেক পথ বাকি নারীর সমানাধিকার নিশ্চিতের জন্য।’

এসময় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

মহিলা পরিষদ সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, রুলফ্ওা পরিচালক আফজাল হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ সাধারণ সম্পাদক গণেশ মাঝি, টিআইবির সমন্বয়কারি মানরুল ইসলাম, ভিকিটিম সাপোর্ট সেন্টারের সমন্বয়কারী মুহতারেমা আশরাফি খানম এবং জতিয়ি মহিলা আইনজীবী সমিতি-বিএনডাব্লুএলএর সদস্য অ্যডভোকেট শামিমা নাসরীন। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ভিকটিম সাপোর্ট সেন্টার পৃথক কর্মসূচির আয়োজন করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]