13445

05/17/2024 রাজশাহীসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজশাহীসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজটাইমস ডেস্ক

১১ মার্চ ২০২৩ ২১:০০

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা পূর্বাভাসে চলমান অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ কক্সবাজারে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১১ মার্চ) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]