13493

04/19/2024 মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করছে রাশিয়া

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করছে রাশিয়া

রাজ টাইমস ডেস্ক :

১৮ মার্চ ২০২৩ ১৬:৫১

কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংসকারী সেই পাইলটদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ওই পাইলটদের প্রশংসা করে বলেন, মস্কো ফ্লাইটের জন্য নিষিদ্ধ করা ওই এলাকায় ড্রোন উড়তে বাধা দেওয়ার জন্য পাইলটদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এ সময় তিনি মস্কো আরোপিত ওই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস হয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রুশ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সরাসরি সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

দেশটির দাবি, মার্কিন ওই ড্রোন ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি চলে আসায় বাধা দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বাঁক নিতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে রাশিয়া।

সূত্র: টরন্টো স্টার, সিবিএস নিউজ, ফক্স৫৯

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]