13536

09/11/2025 সূর্যমুখী ফুলে বিলুপ্ত প্রাজাতির পাখি টিয়া......

সূর্যমুখী ফুলে বিলুপ্ত প্রাজাতির পাখি টিয়া......

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৩ ০০:৪১

শিক্ষা নগরীর রাজশাহী মহানগরীকে সবুজ নগরী হিসেবেও বিবেচনা করা হয়। আর সবুজ নগরীর রাস্তার পাশেই প্রায় সারা বছরই ফুটে থাকে বাহারি রঙের ফুল। এখন বিভিন্ন ফুলের মাঝে ফুটেছে সূর্যমুখী ফুল।

এই ফুলের মধু শোষণ করার জন্যই বিভিন্ন জাতের পাখিদের আনাগোনা হয়। বিলুপ্ত প্রাজাতির পাখি টিয়া অপেক্ষায় না থেকে সূর্যমুখী ফুলের মধু আহরণে ব্যস্ত। ছবিটি বুধবার রাজশাহী নগরীর হাইটেক পার্কের সড়কের পাশে থেকে ক্যামেরায় বন্দি শাকরেছেন ফটোগ্রাফার সৌরভ হোসেন সৌরভ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]