13540

05/02/2025 নতুন নিয়ম যুক্ত হতে চলেছে আইপিএলে

নতুন নিয়ম যুক্ত হতে চলেছে আইপিএলে

রাজটাইমস ডেস্ক

২৩ মার্চ ২০২৩ ০৩:৫৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে নতুন নিয়ম যুক্ত হতে চলেছে। এবার থেকে টসের পর মূল একাদশ নির্বাচন করতে পারবেন অধিনায়কেরা। এতদিন টস করার আগেই মূল একাদশের তালিকায় নিয়ে মাঠে আসতেন অধিনায়কেরা।

এরপর টস শেষে তা ঘোষণা করতেন তারা। কিন্তু আইপিএলের এবারের আসর থেকে এই নিয়মে পরিবর্তন আসছে। পরিস্থিতি বিবেচনা করে একাদশ সাজাতে পারবেন তারা। এটা হলে, খুব বড়সড় পরিবর্তনই আসছে এবারের আইপিএলে। আর দ্রুতই এই নিয়ম চালু হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দল যদি প্রথম একাদশে বদল করতে চায়, তাহলে সেটা টসের কিছু সময় পরপরই করে ফেলতে পারবে। এক্ষেত্রে প্রথমে বোলিং নাকি ব্যাটিং করবে, সেটার ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নিতে পারবে দলগুলো। এমনটা হলে সেরা একাদশের পাশাপাশি দলের ইমপ্যাক্ট ক্রিকেটারকেও বেছে নিতে পারবে দলগুলো।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি টুর্নামেন্টে এরই মধ্যে নতুন এই নিয়ম প্রচলন করা হয়েছে। এবার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে আইপিএলে এই নিয়ম চালু হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে টসের আগে দুই দলের অধিনায়ক ১৩ ক্রিকেটারের নাম প্রথমে একটি কাগজে লিখে নিয়ে আসতেন।

এরপর টস হয়ে গেলে মূল একাদশের নাম ঘোষণা করতেন অধিনায়কেরা। যদিও দক্ষিণ আফ্রিকার সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক গ্রায়েম স্মিথের দাবি, এই নিয়মের কারণে টসের গুরুত্ব অনেকাংশে কমে যায়।

তাই এবারের আইপিএলে এই নিয়ম চালু হলে টসে বিজয়ী দল বাড়তি সুবিধাই পেতে যাচ্ছেন। কারণ, ভারতে মাটিতে খেলাতে শিশিরের অনেকটা প্রভাব থাকে। আর ম্যাচগুলো দিবা-রাত্রি হওয়ার কারণে শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে, যে দল পরে ব্যাটিং করবে তাদের অনেকটাই লোকসান হতে পারে। আইপিএলের বিগত পরিসংখ্যানও এমনটাই বলছে।

তবে শুধু নতুন এই নিয়মই না, আরও কিছু পরিবর্তন আসতে পারে এবারের আইপিএলে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ওভার শেষ না হয়, তাহলে ওভারের বাকি সময়ে ৩০ গজের বাইরে মাত্র ৪ জন ক্রিকেটার থাকতে পারবেন। উইকেটকিপার কিংবা ফিল্ডার ভুলভাল মুভমেন্ট করলে ব্যাটিং দল অতিরিক্ত ৫ রান পাবেন, এর সঙ্গে সেই বলটি ডেড বল ঘোষণা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]