13555

05/17/2024 পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

রাজটাইমস ডেস্ক

২৫ মার্চ ২০২৩ ০০:৪৮

ভারতের প্রধানবিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হওয়া মামলায় গতকাল বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল দুই বছরের কারাদণ্ড দেন। এরপরেই রাহুল গান্ধীকে পার্লামেন্টে পদ হারানোর ঝুঁকিতে ছিলেন। শেষমেশ সেই শঙ্কাই সত্যি হলো।

এ নিয়ে আজ শুক্রবার দেশটির সংসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে বৃহস্পতিবার গান্ধীর বিরুদ্ধে এই রায় দিয়েছেন গুজরাটের একটি আদালত।

তবে এখনই জেলে যেতে হবে না তাকে। এরইমধ্যে তিনি ৩০ দিনের জন্য জামিন পেয়েছেন। এই সময়ের মধ্যে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

কংগ্রেস দলের এই পার্লামেন্ট সদস্য রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। ভারতের সাধারণ নির্বাচনের এক বছর আগে এই ঘটনা ঘটলো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]