05/02/2025 ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি
রাজটাইমস ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ০০:৫৬
কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর আর্জেন্টিনার জার্সি গায়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। শুক্রবার (২৪ মার্চ) ভোরে কাতার বিশ্বকাপ জয়ের পর পানামার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা।
তিন তারকা খচিত জার্সি গায়ে প্রথমবারের মতো পানামার বিপক্ষে মাঠে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করলেন মেসি। ম্যাচের ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে পানামার জালে বল জড়ান মেসি। আর এতেই ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের ৮০০ গোলের মাইলফলক।
ম্যাচের ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে মেসির নেওয়া মেসির বাঁকানো শট গোলরক্ষককে পরাস্ত করে ঢুকে পড়ে পানামার জালে। আর এতেই জাতীয় দল এবং ক্লাব ফুটবলে মিলে ৮০০তম গোলের দেখা পান এই মহাতারকা। জাতীয় দলে মেসির মোট গোল সংখ্যা এখন ৯৯টি।