13570

07/18/2025 ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২৩ ২৩:১০

রাজশাহীর গোদাগাড়ীতে ২’শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকার জনৈক বাবুর মুদির দোকানের সামনে রাস্তায় পাশ থেকে দুটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে মাদারপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে দুইটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোদাগাড়ীকে মাদক মুক্ত করার অঙ্কিকার নিয়ে ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]