13616

05/17/2024 ভারতের অরুণাচলের নতুন নাম দিল চীন!

ভারতের অরুণাচলের নতুন নাম দিল চীন!

রাজ টাইমস ডেস্ক :

৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৭

ভারতের অরুণাচল প্রদেশের নতুন নামকরণ করেছে চীন। নতুন নাম দেয়া হয়েছে সাতটি জায়গার, দুটি নদীর এবং দুটি গিরিশৃঙ্গর। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস জানাচ্ছে, অরুণাচল প্রদেশের নতুন নাম- জাগনাম যার অবস্থান তিব্বতের দক্ষিণ প্রান্তে।

চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রকের এই প্রস্তাব চীনের মন্ত্রিসভা অনুমোদন করেছে। চীনের আপত্তি সত্ত্বেও জি টোয়েন্টি সামিট অরুণাচলে করার পরই চীন এই ঘোষণাটি করলো।

ঘোষণায় অবশ্য নতুনত্ব নেই। ২০১৭ সালে চীন অরুণাচল প্রদেশের ছটি জায়গা ও ২০২১ সালে ১৫টি জায়গার নাম পরিবর্তন করেছিল। চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সফরের ঠিক আগেই এবং জুলাইতে শি জিন পিং এর প্রস্তাবিত ভারত সফরের আগে এই নাম পরিবর্তন যথেষ্ট তৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

চীনা, তিব্বতিয়ান এবং পিনিয়ান ভাষায় এই সংক্রান্ত বিবৃতি জারি করেছে চীন। নয়াদিল্লি বিষয়টির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।

চীনকে অবশ্য ভারত কোনও প্রতিবাদপত্র এখনও পাঠায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]