1364

04/29/2025 মিয়ানমারকে সাবমেরিন উপহার দিচ্ছে ভারত

মিয়ানমারকে সাবমেরিন উপহার দিচ্ছে ভারত

রাজটাইমস ডেক্স

১৬ অক্টোবর ২০২০ ১৩:৫৭

মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাসের অত্যাধুনিক একটি সাবমেরিন দিচ্ছে ভারত। এর ফলে এটাই মিয়ানমারের প্রথম ডুবোজাহাজ হবে বলে বৃহস্পতিবার জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে অনুরাগ শ্রীবাস্তবকে মিয়ানমারের বিষয়ে প্রশ্ন করা হয়। ওই সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দু’দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য মিয়ানমারকে কিলো ক্লাসের অত্যাধুনিক মানের একটি ডুবোজাহাজ দেয়া হচ্ছে। ওই ডুবোজাহাজটির নাম আইএনএস ‘সিন্ধুবীর’। এর ফলে এটাই মিয়ানমার নৌবাহিনীর প্রথম ডুবোজাহাজ হবে। এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করবে। প্রতিবেশী দেশের সামর্থ ও শক্তি বাড়িয়ে এশিয়ার এই অঞ্চলের সবাইকে নিরাপত্তা দেয়াই আমাদের লক্ষ্য।’

সূত্র : সংবাদ প্রতিদিন/ এমএস ইসলাম

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]