13644

05/17/2024 ইউক্রেনের গোলাবর্ষণে ৭ বেসামরিক নিহত হওয়ার দাবি রাশিয়ার

ইউক্রেনের গোলাবর্ষণে ৭ বেসামরিক নিহত হওয়ার দাবি রাশিয়ার

রাজ টাইমস ডেস্ক :

৭ এপ্রিল ২০২৩ ২২:৪৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পৃথক গোলাবর্ষণে মোট সাত বেসামরিক নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দোনেৎস্কের একটি কার পার্কে গোলার আঘাতে চার বেসামরিক নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

ইউক্রেনীয়দের ছোড়া গোলার আঘাতে দোনেৎস্ক থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরপূর্বে লিসিচানস্কে একটি বাসস্টপে তিন বেসামরিক নিহত হয়েছেন বলে রুশ বার্তা সংস্থা আরআইএস জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

দোনেৎস্ক একই নামের ইউক্রেনীয় প্রদেশটির রাজধানী। ২০১৪ সাল থেকেই শহরটি ইউক্রেনের রাশিয়াপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু শহরটির অবস্থান যুদ্ধক্ষেত্রের খুব কাছে হওয়ায় নিয়মিতভাবে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]