13645

05/21/2024 আফগান থেকে সেনা প্রত্যাহার বিষয়ে গোপন প্রতিবেদন প্রকাশ করল হোয়াইট হাউজ

আফগান থেকে সেনা প্রত্যাহার বিষয়ে গোপন প্রতিবেদন প্রকাশ করল হোয়াইট হাউজ

রাজ টাইমস ডেস্ক :

৭ এপ্রিল ২০২৩ ২২:৫২

দীর্ঘ দিন পর আফগান থেকে সেনা প্রত্যাহার বিষয়ে গোপন নথি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার কংগ্রেসে ওই প্রতিবেদন প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, অনেক আগেই আফগান থেকে সেনা প্রত্যাহার অনিবার্য হয়ে পড়েছিল। সেজন্য প্রেসিডেন্ট জো বাইডেন আফগানে নতুন সেনা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অবাক হয়েছিল যে তালেবান কয়েক সপ্তাহের মধ্যেই পশ্চিমাদের প্রশিক্ষিত আফগান বাহিনীকে পরাস্ত করে ফেলেছিল। তারা মার্কিন সেনাবাহিনীকেও দ্রুত কাবুল ছাড়তে বাধ্য করেছিল।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন তার সাধ্যের সবটুকু ব্যয় করেছে।

এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তালেবানের সাথে করা চুক্তির নিন্দা জানিয়ে পরিষদ বলেছে, ওই চুক্তির কারণে বাইডেন প্রশাসনকে অনেক বিপদে পড়তে হয়েছে।

পরিষদে আরো বলা হয়েছে, মার্কিন সংস্থাগুলো কখনো আশা করেনি যে আফগান বাহিনী তালেবানের হাতে এত দ্রুত পরাস্ত হবে।

এ সময় শরণার্থীদের সাহায্য বন্ধ করে দেয়া ও হাজার হাজার আফগান নাগরিকের ভিসা সরবরাহ বন্ধ করে দেয়ারও নিন্দা জানানো হয়।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]