13667

07/27/2024 হামলার মুখে আল আকসায় ১ লাখ ৪০ হাজার মুসল্লির তারাবি আদায়

হামলার মুখে আল আকসায় ১ লাখ ৪০ হাজার মুসল্লির তারাবি আদায়

রাজ টাইমস ডেস্ক :

৯ এপ্রিল ২০২৩ ১৮:৫০

ইসরাইলি বাধা উপেক্ষা করে জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় এক লাখ ৪০ হাজার মুসল্লি একসঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন।

জেরুজালেম ইসলামিক ফাউন্ডেশন বিভাগ এ তথ্য দিয়েছে। খবর ইয়েনি সাফাকের।

উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে গত মঙ্গল ও বুধবার টানা দুদিন মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ।

আল আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই বলেও জানিয়েছে দেশটি।

আল আকসা মসজিদে হামলার ঘটনায় ইসরাইলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। একই সঙ্গে ইসরাইলের নিন্দা জানিয়েছে আরব লিগ ও ওআইসিও।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]