13671

05/05/2025 চারঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চারঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চারঘাট

৯ এপ্রিল ২০২৩ ২২:৫৩

রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটককৃতর নাম শাহিন আলম (৩৬)। তিনি ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকার সামছুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্য জানতে পারে চারঘাট ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকা কিছু মাদক মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবেল টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

এসময় সেখান থেকে আটক করা হয় শাহিন আলমকে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৭৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে আটক শাহিনকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]